চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের দুটি ভবন সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে ঘটনার পর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকে কল্যাণপুর ইউনিয়নের ৬৬১ জন জেলের জন্য ৮০ কেজি হারে ভিজিএফের ৫৩.৬৮ মেট্রিক টন চাল বিতরণ করার কথা ছিল।
বিজ্ঞাপন
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে ওই ইউনিয়ন পরিষদের দুটি ভবন সিলগালা করে দেন। চাল আত্মসাতের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে ট্যাগ কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেছেন। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনিকে আসামি করা হয়েছে।
অভিযোগের বিষয় জানতে চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনির মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তা বন্ধ পাওয়া যায়।
এদিকে দিনভর চাল না পেয়ে উপস্থিত জেলেরা সেখান থেকে ফিরে যান। তাঁরা এমন অনিয়মের বিচার চেয়েছেন। চাঁদপুর জেলা জেলে নেতা তসলিম বেপারি জানান, ঈদের পর চাল পাবেন কল্যাণপুর ইউনিয়নের জেলেরা। কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান সেই চাল আত্মসাত্ করেছেন অভিযোগ করে চেয়ারম্যানের বিচার দাবি করেন তিনি।