প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহী শহরের বাটার মোড়ের নাম ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। গত মঙ্গলবার বিকেলে বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন রাসিক মেয়র। তিনি বলেন, ‘বাটার মোড় চত্বরসহ কয়েকটি চত্বরে বিএনপির নেতাকর্মীরা চেয়ার বিছিয়ে শোডাউন দেন। যাঁরা ভাবছেন এভাবে মোড় দখল করবেন, তাঁদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
বিজ্ঞাপন