সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পূর্ব প্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসলের ক্ষেত ডুবে যায়।
বিজ্ঞাপন