kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

মায়ের কোল থেকে শিশু নিয়ে উধাও

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৯ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ের কোল থেকে ১৩ দিন বয়সী শিশুকে নিয়ে উধাও হয়ে গেছে দুজন নারী-পুরুষ। গত সোমবার দুপুরে এ ঘটনার পর দুই দিনেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। তবে পুলিশ ভুক্তভোগী মাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বুধবার এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া বিএম ডিপো এলাকার বাসিন্দা ইয়াছিন মোহাম্মদের ১৩ দিন বয়সী ছেলে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সোমবার সকাল ১১টার দিকে ছেলেকে জোড় আমতল নিয়ে যান তার মা জেনি আক্তার। তিনি চিকিৎসা শেষে ফেরার সময় একটি সিএনজিচালিত ট্যাক্সি তাঁর সামনে এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে নেমে দুজন নারী-পুরুষ জেনি আক্তারকে ভাটিয়ারী যাওয়ার কথা বলে তাতে তুলে নেয়। পরে অজ্ঞাতপরিচয় ওই নারী জেনিকে ‘তাঁর ছেলে অনেক সুন্দর দেখতে’ বলে আদর করার জন্য কোলে নেয়। এক পর্যায়ে তারা ভাটিয়ারী এলাকায় এসে জেনিকে গাড়ি থেকে নামতে বলে এবং নামার পর ছেলেকে কোলে দেবে বলে জানায়। জেনি সিএনজি থেকে নামার পরই তারা ছেলেকে না দিয়ে দ্রুত পালিয়ে যায়। জেনি আক্তার বলেন, ‘ওই দুই নারী-পুরুষ আমাকে স্পর্শ করার পর আমি কেমন যেন অচেতন হয়ে যাই। সে সময় তারা আমার ছেলেকে নিয়ে গেলে চিৎকার করার শক্তিও যেন আমার ছিল না। পরে আমি পরিবারের লোকজনকে ঘটনা জানাই।সাতদিনের সেরা