ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হামিদুল শাহআলমসহ চারজন আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেকেরহাট-কদমবাড়ী সড়কের খালিয়া ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজৈরের চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
বিজ্ঞাপন
রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাহাবুদ্দিন সাহা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা প্রয়োজন। ’ জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘এ ধরনের ঘটনা মেটেও কাম্য নয়। ’
এ ব্যাপারে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’