kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

সেতু ভেঙে ট্রাক খালে

ভোলা প্রতিনিধি   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেতু ভেঙে ট্রাক খালে

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনের ডাওরী বাজার এলাকায় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে ট্রাক ও অটোরিকশা। ছবি : কালের কণ্ঠ

ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের একটি অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলার অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লালমোহনের ডাওরীবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করার কাজ চলছে। এ জন্য এই সড়কের সবকটি ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। লালমোহনের ডাওরীবাজারের ব্রিজটিও ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এ কারণে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য নির্মাণাধীন ব্রিজটির পাশেই একটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি পাথরবোঝাই ট্রাক ব্রিজটির মাঝামাঝি স্থানে পৌঁছালে সেটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়।সাতদিনের সেরা