পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা দ্রুতযান এক্সপ্রেসের একটি কোচের টয়লেট থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামের এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আজিজের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার লক্ষণদিয়া এলাকায়। পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার ভাতাসংক্রান্ত কাজের জন্য ঢাকা থেকে সোমবার রাতে দ্রুতযান এক্সপ্রেসে করে দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেন আব্দুল আজিজ শেখ। দীর্ঘদিন ফুলবাড়ীতে চাকরি করেছেন এই মুক্তিযোদ্ধা।
বিজ্ঞাপন