রাজশাহীর পবার আল জামিয়া আল সালাফিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগে করা মামলায় আব্দুর রহমান নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আব্দুর রহমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে।
আদালত সূত্র মতে, ভাতিজার (ভাইয়ের ছেলে) বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেছিল ওই মাদরাসার ১২ বছর বয়সী ছাত্র রামিম ইসলাম রিফাত।
বিজ্ঞাপন