দেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধকালে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য ১৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় উপকূলীয় ১৪ জেলার ৬৭ উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর দুই লাখ ৯৯ হাজার ১৩৫টি জেলে পরিবারের জন্য এই বরাদ্দ দেয়।
এর আওতায় নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে প্রথম ধাপে প্রতি মাসে ৪০ কেজি করে ৪২ দিনে (২০ মে থেকে ৩০ জুন) মোট ৫৬ কেজি চাল দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এসংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে।
বিজ্ঞাপন
ভিজিএফের চাল আগামী ১০ জুনের মধ্যে উত্তোলন এবং মৎস্যজীবীদের মধ্যে বিতরণ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া এই ভিজিএফ প্রদান না করা এবং মৃত কিংবা পেশা পরিবর্তনের কারণে জেলেসংখ্যার পরিবর্তন হলে তা পর্যালোচনা করে নীতিমালা অনুযায়ী ভিজিএফ বিতরণের জন্য মঞ্জুরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।