টাঙ্গাইলের সখীপুরে সড়ক সংস্কার ও রাস্তাঘাটে বখাটেদের উত্ত্যক্ত বন্ধের দাবিতে মানববন্ধন করেছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সখীপুর-ইন্দ্রজানি সড়কের বাগানচালা, উত্তরা মোড় এবং মুখতার ফোয়ারা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ এবং সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই মানববন্ধন।
বিজ্ঞাপন