ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হত্যা মামলায় জামিনে বেরিয়ে এসে আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। গতকাল সোমবার ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা। ক্যান্সার আক্রান্ত এই নারী জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর দেবর নুরুল ইসলাম সরদার ও দেবরের ছেলে মাহাবুব সরদারের ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।
বিজ্ঞাপন