দরপত্র জালিয়াতি ও উন্নয়নকাজ সম্পূর্ণ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী এবং বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৯ মে দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেনকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর। ওই প্রজ্ঞাপনে ১৬ মে সকাল ১০টার মধ্যে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরে অভিযোগের কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়েছে।
বিজ্ঞাপন