নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয় থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার জেলা শহর মাইজদীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রবিবার দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম থানার ওসি অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছেন।
বিজ্ঞাপন