তেলকাণ্ডকে পুঁজি করে বাগেরহাটের শরণখোলার বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করছে একটি প্রতারকচক্র। ‘আপনার গুদামে তেল মজুদ আছে, বেশি দামে বিক্রি করছেন। আপনার গুদাম চেক করা হবে। ’ মোবাইল ফোনে ইউএনও পরিচয় দিয়ে এমন নানা অভিযোগ তুলে অভিযানের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রের সদস্যরা।
বিজ্ঞাপন
শনিবার রাতে ও রবিবার দুপুরে উপজেলার সদর রায়েন্দা বাজারসহ অন্যান্য বাজারের বড় বড় ব্যবসায়ীর কাছে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেছে ওই চক্রটি। তবে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী ওই প্রতারকচক্রের ফাঁদে পড়েননি বলে জানা গেছে। চাঁদা দাবির ধরন শুনে সন্দেহ হলে সরাসরি শরণখোলার ইউএনওর সরকারি নম্বরে কথা বলে প্রতারণার বিষয়ে নিশ্চিত হন ব্যবসায়ীরা।