কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতী লেকসংলগ্ন এলাকায় গতকাল অস্বাভাবিক জোয়ারে ভেসে আসে মৃত ডলফিনটি। ছবি : কালের কণ্ঠ
কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। গতকাল শনিবার দুপুরে গঙ্গামতী লেক সংলগ্ন সৈকতে অস্বাভাবিক জোয়ারের সঙ্গে ভেসে আসে ডলফিনটি। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় স্থানীয় লোকজন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল জানান, প্রায় আট ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জাল জড়ানো রয়েছে।
বিজ্ঞাপন