kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

কুয়াকাটা সৈকতে ফের মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুয়াকাটা সৈকতে ফের মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতী লেকসংলগ্ন এলাকায় গতকাল অস্বাভাবিক জোয়ারে ভেসে আসে মৃত ডলফিনটি। ছবি : কালের কণ্ঠ

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। গতকাল শনিবার দুপুরে গঙ্গামতী লেক সংলগ্ন সৈকতে অস্বাভাবিক জোয়ারের সঙ্গে ভেসে আসে ডলফিনটি। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় স্থানীয় লোকজন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল জানান, প্রায় আট ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে জাল জড়ানো রয়েছে।

বিজ্ঞাপন

ডলফিনটির নাড়িভুঁড়ি বেরিয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে এর মৃত্যু হয়েছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘জেলেদের মাধ্যমে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি সৈকতে সংরক্ষণ করেন। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। এ নিয়ে এ বছর সৈকতে মোট ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। ’সাতদিনের সেরা