kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

চট্টগ্রামে আ. লীগের সভা

‘ঐক্যবদ্ধ না থাকলে খারাপ পরিণতি হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘তৃণমূলে দলের ঐক্য ধরে রাখা গেলে এবং শেখ হাসিনার সমাদৃত ও প্রশংসিত অর্জনগুলোর কারণে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আবার তৃণমূলে ঐক্যবদ্ধ না হলে ২০০১ সালের চেয়েও খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করবে। ’

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপনসাতদিনের সেরা