নাটোরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে যুবলীগের তিন কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। ভুক্তভোগীদের অভিযোগ আওয়ামী লীগের কর্মী ও প্রতিপক্ষ ইউসুফ গ্রুপের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর শহরের স্টেশন বাজার এলাকায় যুবলীগকর্মী আবুল মেম্বার ও তাঁর সমর্থকরা বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার সময় একডালা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের কর্মী ও প্রতিপক্ষ ইউসুফ গ্রুপের লোকজন যুবলীগকর্মী আবুল হোসেন, লিটন আলী ও আজিজুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।