kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সিলেটে টিলা ধসে যুবকের মৃত্যু, আহত ৫

সিলেট অফিস   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নে টিলা ধসে অপু রুদ্র পাল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত অপু উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তীপাড়ার চিকিৎসক নুকুল রুদ্র পালের ছেলে। এ ঘটনায় অপুর ভাইসহ আরো পাঁচজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে উপজেলায় টিলা ধসে আরো অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলা এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হয়েছে।

জানা গেছে, টানা বর্ষণের কারণে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টিলাধসের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতর অপু রুদ্র পালসহ পরিবারের লোকজন ঘুমিয়ে ছিল। টিলাধসের ঘটনা ঘটলে ঘুমন্ত অবস্থায়ই মাটিচাপায় অপু নিহত হন। তাঁর ভাই পাপ্পু পালসহ আরো চারজন আহত হয়। পাপ্পুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় টিলাধসে তাদের পাশের বাড়িরও ক্ষতি হয়। এ ছাড়া একই রাতে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইলেও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলার পাশের এসব বাড়িঘরের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে সতর্ক করে দেওয়া হয়েছে।সাতদিনের সেরা