kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

সনদবিহীন ক্লিনিকে প্রসূতির মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার শ্যামনগরে একটি সনদবিহীন ক্লিনিকে গর্ভপাত করার সময় সাবিনা খাতুন (২৭) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলা সদরে অবস্থিত পল্লী প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পর ক্লিনিকের লোকজন ক্লিনিকে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রসূতির মা হালিমা খাতুন ও বোন শিরিনাকে আটক করেছে।

বিজ্ঞাপন

ঘটনার শিকার প্রসূতি উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। জাহাঙ্গীর আলম বলেন, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। তিনি বাড়ি না থাকার সুযোগে তাঁর শ্বশুর-শাশুড়ি ও শ্যালক ভুল বুঝিয়ে তাঁর স্ত্রীকে জোর করে ক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করিয়েছেন। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ক্লিনিকটির মালিক স্বপন গাঙ্গুলির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।সাতদিনের সেরা