নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত তরিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত তরিকুল উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর বাসিন্দাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
গত বুধবার দুপুরে আড়ানগর তিন রাস্তার মোড়ে প্রতিপক্ষের হামলায় আহত হন তরিকুল ইসলাম ও তাঁর ভাই মো. হাশেম (৩৫)।
বিজ্ঞাপন
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাই আব্দুল মান্নান বাবুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।