চট্টগ্রামের সীতাকুণ্ডে দাদনের সুদের টাকা না পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে র্যাব-৭-এর একটি টিম তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সৌরভ হোসেন (২২) ও মো. মীর হোসেন (৫০)। জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা মীর হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নেন একই গ্রামের কৃষক আবুল মুনছুরের স্ত্রী ঝরনা বেগম।
বিজ্ঞাপন