লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিএনপির মামলায় নিজ দলের নেতাদেরও আসামি করায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাতাব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা বিএনপি নেতারা জানান, ২১ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় ১ মার্চ বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শান্ত বাদী হয়ে একটি মামলা করেন।
বিজ্ঞাপন
তবে বহিষ্কৃত কবির হোসেন মাতাব্বর বলেন, ‘দুই বছর আগে ইউনিয়ন কমিটি থেকে আমিসহ ১৪ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। সেই সূত্রে দলে আমার কোনো পদ নেই। কিভাবে বহিষ্কার করে তারা?’