নেত্রকোনার দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবাকে হত্যার দেড় বছর পর এবার ছেলে হাবিবুর রহমানকেও (৩০) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বাবাকে হত্যার মামলা উঠিয়ে নিতে জামিনে থাকা আসামিরা প্রকাশ্যে হাবিবুর রহমানকে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বিথী বেগম গত ৮ মে দুর্গাপুর থানায় অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
বিজ্ঞাপন
হুমকির বিষয়ে জানতে বাড়ি বাড়ি গিয়ে কোনো আসামি পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।