kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

নদীতে গোসল করতে নেমে শিশু সুন্দরবনে জেলে নিখোঁজ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইলের বড়দিয়ার নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এদিকে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছেন এক জেলে। এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

নড়াইল : বড়দিয়ার নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আলিফ মোল্যা (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সকালে বড়দিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আলিফ বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

শরণখোলা (বাগেরহাট) : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মিরাজ হাওলাদার (২৬) নামের এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কালামিয়া ও শ্যালার চরসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলে মোরেলগঞ্জের বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে।  

গাইবান্ধা : সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে ডোবার পানিতে পড়ে আফসানা জাহান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আফসানা ওই গ্রামের আরিফ মিয়া ও জুঁই বেগমের মেয়ে।

 সাতদিনের সেরা