রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গোপাল মণ্ডল (৪০) নামের এক জামাতা। তিনি উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পাশের হাটবনগ্রাম এলাকায় শ্বশুর বীরেনের বাড়িতে বেড়াতে যান গোপাল।
বিজ্ঞাপন