kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

বজ্রপাতে প্রাণ গেল শিশুর

হিলি প্রতিনিধি   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের ঘোড়াঘাটে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ীতে এ ঘটনা ঘটে। সেখানে তার নানাবাড়িতে শিশুটি থাকত। শিশু মারুফ একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু-তাসলিমা দম্পতির প্রথম সন্তান।

বিজ্ঞাপন

শিশুটির মা-বাবা দীর্ঘদিন ধরে পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করায় সে ছোটবেলা থেকেই তার নানা আবু তালেবের বাড়িতে থাকে। স্থানীয় লোকজন জানায়, শিশুটি তার নানাবাড়ির পাশের ক্ষেতে বেগুন তুলতে যায়। ওই সময় বজ্রপাত হয়। এতে আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   হাসপাতালের চিকিৎসক পার্থ জীবন্ময় সরকার বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। ’সাতদিনের সেরা