kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

মনোনয়ন না পাওয়ায় নেতাকে মারধর

নড়াইল প্রতিনিধি   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইল জেলা আ. লীগের প্রচার, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সামিউল আলম শরপুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের গোয়ালবাথান গ্রামে তাঁর ওপর হামলার পর তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চালতেতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা শরপু। তিনি সৈয়দ তরিকুলের বাড়ির সামনে পৌঁছলে তরিকুল, তাঁর ভাইসহ স্বজনরা তাঁর ওপর হামলা চালান।

বিজ্ঞাপন

তাঁরা শরপুর মাথা, পা ও মুখে রড দিয়ে বেধড়ক পেটান। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।সাতদিনের সেরা