নাটোর সদর উপজেলার পিরজীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন অধিবাসী অভিযোগ করেন, ভূমিহীন ও গৃহহীনরা বঞ্চিত হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৯৩৯টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে এক হাজার ৫১৪টি ঘরের বরাদ্দ হলেও ঈদ উপহারস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৯৪টি ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করবেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, ‘কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েন, তবে তাঁদের পরবর্তী সময়ে ঘর হস্তান্তর করা হবে। ’
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, অনিয়মের কোনো প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।