চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নেবারন নেছা (৮৫) নামের এক বৃদ্ধা খণ্ডবিখণ্ড হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার আমিরপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেবারন নেছা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত রহম মণ্ডলের স্ত্রী। চুয়াডাঙ্গা রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, ‘দুপুর ১২টার দিকে ওই বৃদ্ধা খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়েন।
বিজ্ঞাপন