kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

রেলওয়ের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহীতে দিনদুপুরে জহুরুল ইসলাম নামের এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ভদ্রা রেলওয়ে কলোনির পেছনে একটি ধানের জমিতে এ ঘটনা ঘটে। রেলওয়ের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত এবং শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহসভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পেছনে রেলওয়ের একটি জমিতে চাষাবাদ করা নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিয়ারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে সজীব তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ওসি ইমরান আলী জানান, অভিযুক্ত সজীব এখন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। সজীবের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।সাতদিনের সেরা