চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়বারের সাবেক সদস্য আবুল কাশেমকে (৬৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয় একটি খালের কাদামাটি থেকে। গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত ১০টায় ছুরিকাহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে স্থানীয় মায়ানী ইউনিয়নের আনন্দ বাজারে যান আবুল কাশেম।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।