চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিগত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক সদস্যের নাম জয়ী হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে। এতে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসের ভুলের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়ায় চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর কলাউজান ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
৭ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রার্থী ছিলেন সন্তোষ কুমার বড়ুয়া (টিউবওয়েল), মো. শাহজাহান (তালা) ও মাহমুদুল হক (মোরগ)। কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ওয়ার্ডের ইউপি সদস্যের ভোটগ্রহণ হয়। সদস্যপদে মোরগ প্রতীকে মাহমুদুল হক ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান পান ৬৩১ ভোট। কিন্তু সরকারি তালিকায় মো. শাহজাহানকে বিজয়ী হিসেবে দেখানো হয়।