kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

প্রচারে নামলেই পিছু নেন যুবলীগ নেতার ১২ কর্মী

কুমিল্লার মুরাদনগরে আতঙ্কিত সদস্য প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মো. আলী হোসেন নামের এক সদস্য (মেম্বার) প্রার্থী তাঁর প্রতিপক্ষ যুবলীগ নেতার হুমকিতে আতঙ্কিত। আলী হোসেনের দাবি, তিনি প্রচারে নামলেই ওই যুবলীগ নেতার নির্দেশে তাঁর ১০-১২ জন কর্মী তাঁর পিছু নেন। প্রচারণায় বাধা দিয়ে ওই লোকগুলো তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়। তাঁর প্রচারপত্র (লিফলেট) কেড়ে নেয়।

বিজ্ঞাপন

মো. আলী হোসেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীকে লড়ছেন। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ওই ওয়ার্ডে তাঁর প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে দেলু। দেলুর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. জীবন মিয়া একই ওয়ার্ডের বিদায়ি সদস্য। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু। ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি ওই ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ সিকদার বলেন, ‘এমন কিছু হয়ে থাকলে ওই প্রার্থীকে লিখিত অভিযোগ দিতে হবে। এরপর তদন্ত করে রিটার্নিং অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ’সাতদিনের সেরা