মাদারীপুরের রাজৈর উপজেলার একটি হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার টেকেরহাট সেফ ডেলিভারি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভূমিষ্ঠ হওয়ার পরদিন মারা যায় নবজাতকটি।
ভুক্তভোগী প্রসূতি জেসমিন বেগমের স্বামী রাকিব বলেন, ‘স্ত্রীর প্রসব বেদনা উঠলে গত রবিবার রাত ৯টার দিকে তাকে ওই হাসপাতালে নিয়ে যাই। রাত ১টার দিকে হাসপাতালের মালিক হাফিজা আক্তার রত্না ও তাঁর স্বামী মিলে প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
বিজ্ঞাপন