ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৩১ জানুয়ারি ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। এই নির্বাচনে ৯টি ইউপিতেই চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। এতে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপক্ষ সমর্থন দিচ্ছে নৌকার প্রার্থীকে, অন্যপক্ষ মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থীকে।
বিজ্ঞাপন
গতকাল সন্ধ্যা ৭টার দিকে এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট বাজারে বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক মুদি দোকানি সুমন মিয়াকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী রুবেল মিয়ার বিরুদ্ধে। এর আগে ১৭ জানুয়ারি মজিতপুর এলাকায় নৌকার কর্মীদের মারধর ও আটটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।