দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারটি পাড়ায় সংখ্যালঘুদের হুমকি দেওয়া লিফলেট সেঁটে দেওয়া হয়েছে। ছবি : কালের কণ্ঠ
দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারটি পাড়ায় নির্বাচন ঘিরে মন্দির, বাড়ির দেয়াল এবং গাছে সংখ্যালঘুদের হুমকি দেওয়া একটি লিফলেট সেঁটে দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের হাজারো মানুষ।
আগামী ৩১ জানুয়ারি সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরেই সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
রবিবার রাতে বানপাড়া, মালিয়াপাড়া, নদীপাড়া, আদিবাসীপাড়ায় মন্দির, বাড়ির দেয়াল এবং গাছে কে বা কারা হুমকি দিয়ে ওই লিফলেট সেঁটে যায়।
বিজ্ঞাপন
এই ঘটনায় ওই চার গ্রামের সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মওলা বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের আশ্বস্ত করেছি যে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজ পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন। ’
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মঈদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সবাইকে শান্ত থাকতে বলেছি। ’