পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় অভাবের কারণে ১৮ দিন বয়সী বিক্রি করে দেওয়া সেই কন্যাশিশুটিকে আদালতের আদেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরূপকাঠির সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের বাবা পরিমল বেপারী ও মা কাজলা রানী তাকে নিয়ে বাড়ি ফিরেছেন।
রবিবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পল্লবেশ্বর কুণ্ডুর আদালত শিশুটিকে তাঁর প্রকৃত মা-বাবার কাছে হস্তান্তরের আদেশ দেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, আমরা কন্যাশিশুটিকে উদ্ধার করে রবিবার আদালতের কাছে পাঠাই।
বিজ্ঞাপন
এর আগে অভাবে পড়ে ১৮ দিনের মেয়ে শিশুকে বিক্রি করে দেন শিশুটির বাবা পরিমল বেপারী। জানা যায়, উপজেলার দুর্গাকাঠি গ্রামের বিজন হালদার ও রণজিত কুমার পরিমলের অসহায়ত্যের সুযোগ নিয়ে মেয়েটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়ে এক লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন।