kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

বাবার মৃত্যুর খবরে ছেলের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ফুলপুরে বাবা আব্দুল জলিলের (৬৫) মৃত্যুর খবরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলে জুলমত হোসেন (২৮) মারা গেলেন। ঘটনাটি ঘটেছে ভাইটকান্দি ইউনিয়নের গাইরা মিচকি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে জুলমত সিঙ্গাপুর থেকে নিজ গ্রামে আসেন। ছেলে বাড়িতে আসায় তাঁর জন্য বিয়ে ঠিক করতে গত শনিবার পাত্রী দেখেন বাবা আব্দুল জলিল।

বিজ্ঞাপন

ওই দিন এলাকায় একটি ধর্মীয় সভায় অংশগ্রহণ করে রাতে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তাঁকে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রবিবার রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা