kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

শপথের আগেই সড়ক সংস্কার বিজয়ী প্রার্থীর

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশপথের আগেই সড়ক সংস্কার বিজয়ী প্রার্থীর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে সড়কের সংস্কারকাজ চলছে। ছবি : কালের কণ্ঠ

নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন বিজয়ী হন আর না হন গ্রামের সড়কটি সংস্কার করে দেবেন।

আর সেই অঙ্গীকার পূরণে নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নেওয়ার আগেই সড়কের কাজ ধরেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বাবুল মিয়া। বাবুল মিয়ার এমন উদ্যোগে ভাটি সাভার গ্রামবাসীও আনন্দ প্রকাশ করেছেন।

গতকাল শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, কয়েকজন লোক সড়কের কিনারার মাটি মুগুর দিয়ে পিটিয়ে সমান করছেন।

বিজ্ঞাপন

তাঁদের মধ্যে তিনজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাবুল মিয়া আগেও এই ওয়ার্ডের (৯ নম্বর ওয়ার্ড) মেম্বার ছিলেন। পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি  ফের জয়লাভ করেছেন। নির্বাচনের পর শপথ গ্রহণ করেননি।সাতদিনের সেরা