মাঘের শীত আর মেঘলা দিনে অনেকটাই নীরব খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ২০০ শয্যার ইউনিট। শনিবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ভর্তি ছিল মাত্র ১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরো ৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭৬ জন।
বিজ্ঞাপন