kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

সংক্ষিপ্ত

খুলনায় শনাক্ত ৩৩ শতাংশ

খুলনা অফিস   

২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাঘের শীত আর মেঘলা দিনে অনেকটাই নীরব খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ২০০ শয্যার ইউনিট। শনিবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ভর্তি ছিল মাত্র ১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরো ৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন দপ্তর জানিয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭৬ জন।

বিজ্ঞাপন

বর্তমানের আক্রান্তের হার ৩২.৭২ শতাংশ। শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় দুজনের মৃত্যু ও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২০০ জন।সাতদিনের সেরা