পটুয়াখালী শহরের উত্তর প্রান্ত দিয়ে বয়ে চলা লাউকাঠি নদীর তীরে উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছে শতাধিক ভূমিহীন পরিবারের কয়েক শ মানুষ। পুনর্বাসন না করে উচ্ছেদ করায় তীব্র শীতে শিশু, বয়োবৃদ্ধ ও নারীদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় জুটেছে তাঁদের।
পটুয়াখালী জেলা শহরের উত্তর ও পূর্ব পাশ দিয়ে বহমান লাউকাঠি এবং লোহালিয়া নদী। একসময়ের খরস্রোতা নদী দুটি দখল হতে হতে এখন প্রবাহ হারিয়ে ছোট হয়ে গেছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদ বলেন, ‘নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে যারা উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার কাগজপত্র দেখাতে পারবে শুধু তাদেরগুলো ভাঙা আপাতত স্থগিত রাখা হবে। ’