গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ী এসএস এন্টারপ্রাইজের মালিক সোহেল রানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সোনাখালী ব্রিজের পাশে রেললাইনঘেঁষে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তাঁকে ওই জরিমানা করা হয়। এ সময় চারজনকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা সোনাখালী ব্রিজ এবং রেললাইনঘেঁষে গভীর করে ভেকু দিয়ে মাটি খনন করছিল এসএস এন্টারপ্রাইজ।
বিজ্ঞাপন