কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগসহ নানা অভিযোগ এনেছেন একই পদে বিদ্রোহী প্রার্থী আজিজুল হক তোতা। গতকাল শুক্রবার বিকেলে সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
তোতা বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হামিদ টিটুর কর্মী-সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করে নেবে বলে অনবরত হুমকি দিচ্ছে। গত বৃহস্পতিবার রাতে আমার দুটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে তাঁর কর্মীরা।
বিজ্ঞাপন