সিরাজগঞ্জে আইনজীবী এবং আদালতের কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগে পাঁচ দিনের মতো আদালত বর্জন অব্যাহত রেখে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের অপসারণ এবং অভিযুক্ত কর্মচারীদের শাস্তি দাবিতে মিছিল-সমাবেশ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এরপর একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
বিজ্ঞাপন