সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মোল্লাপাড়ার একজনের মৃত্যুর পর ফকিরপাড়া জনশূন্য হয়ে পড়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের নেপথ্য কারণ জানতে গিয়ে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ৩০ বছর ধরে চলা ঝগড়া-বিবাদ এবং তিনটি খুনের ঘটনা শোনা যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গোষ্ঠীগত দাঙ্গায় বিভিন্ন সময় মোল্লা গোষ্ঠীর উকিল মোল্লা ও মোবারক মোল্লা এবং প্রামাণিক গোষ্ঠীর সামাদ প্রামাণিক নিহত হন।
বিজ্ঞাপন