kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

খাগড়াছড়িতে শনাক্ত অর্ধেক

খাগড়াছড়ি প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শতকরা হার প্রায় ৪৮.৭৮ শতাংশ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ছয়জন করোনা রোগী ছাড়াও সন্দেহভাজন আরো পাঁচজন রোগী ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি নিয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা জানান, গত কয়েক দিনের শনাক্তের হার বিবেচনায় খাগড়াছড়িকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখানে কেউ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় টিকা গ্রহণের হার প্রথম ডোজ ৫৮ শতাংশ আর দ্বিতীয় ডোজ ৪২ শতাংশ।সাতদিনের সেরা