সুনামগঞ্জের শাল্লায় বাদল চন্দ্র দাস নামের এক সাংবাদিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মোক্তাদীর হোসেনের নির্দেশে তাঁর কার্যালয়ের কর্মী সুব্রত কুমার দাসের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক বাদল চন্দ্র দাস দৈনিক জনবাণী পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি। তিনি জানান, সাংবাদিকতার পাশাপাশি তিনি বালু-পাথরের ব্যবসা করেন।
বিজ্ঞাপন
শাল্লা থানার ওসি মো. নূর আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।