মেহেরপুরের গাংনীতে মহিলা দলের সমাবেশ ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উদযাপনে সমাবেশের আয়োজন করেছিল জেলা মহিলা দল। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও ছাত্রলীগ নেতারা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুরে বিএনপি কার্যালয়ে আসতে থাকেন মহিলা দলের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত হন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সমাবেশ শুরুর মুহূর্তে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তাঁরা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে সমাবেশ বাতিলের দাবি জানান।