সিরাজগঞ্জের সলঙ্গায় কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
গত সোমবার বিকেলে নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুনের (৭৬) মরদেহ দাফন করতে গিয়ে বিষয়টি জানা যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, হালিমা খাতুনের মরদেহ দাফন করতে গিয়ে দেখা যায় সেখানকার ১৬টি কবর খনন করা।
বিজ্ঞাপন
নাউমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। চোর ধরতে কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘অনেকে এ ব্যাপারে ফোন করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ’