বরগুনার তালতলীর নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের একটি গাড়িতে গতকাল আগুন লেগে সরঞ্জাম পুড়ে যায়। ছবি : কালের কণ্ঠ
উদ্বোধনের অপেক্ষায় থাকা বরগুনার তালতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে প্রবেশ করার মুহূর্তে একটি পানির গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিস সদস্যদের জিনিসপত্রসহ বিছানা ও পোশাক পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ফায়ার সার্ভিস স্টেশনের নবনির্মিত ভবনের নিচে এই ঘটনা ঘটে।
দীর্ঘ প্রতীক্ষার পরে নির্মিত হয় তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনটি।
বিজ্ঞাপন
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ মুঠোফোনে বলেন, ‘কী কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ’